খুলে পড়ছে দুঃখ খুলে পড়ছে বিষ
- Language: বাংলা
- Book Size: ৫.৭৫" x ৮.৭৫"
- No. of pages: ৮০
- ISBN: 984-8141-75-08
- Available: Yes
৫৬টি কবিতা রয়েছে বইটিতে।

Etiam facilisis iaculis rutrum. Quisque id volutpat urna. Maecenas placerat pellentesque lectus vel volutpat? Morbi ultrices scelerisque lorem non accumsan. Curabitur vulputate ornare sem a cursus. Praesent dolor nunc, feugiat sed euismod semper, pulvinar a leo. Ut ut sem odio. Nullam vel ullamcorper mauris.
Our mission is providing highest quality web solutions at affordable prices, with fast delivery and excellent customer service.
Our vision is to increase our market share to 56% till the end of second quartal of 2014.,by decreasing delivery time for 15%.
Etiam facilisis iaculis rutrum. Quisque id volutpat urna. Maecenas placerat pellentesque lectus vel volutpat? Morbi ultrices scelerisque lorem non accumsan. Curabitur vulputate ornare sem a cursus. Praesent dolor nunc, feugiat sed euismod semper, pulvinar a leo. Ut ut sem odio. Nullam vel ullamcorper mauris.
Join with our team৫৬টি কবিতা রয়েছে বইটিতে।
Testing Product2
এ যুগের মানুষ হিসেবে বিজ্ঞান আমাদের জীবনে অপরিহার্য। আর সে কারণেই বিজ্ঞানশিক্ষা ও বিজ্ঞানচর্চা আমাদের জীবন ও জাতীয় অগ্রগতির অন্যতম হাতিয়ার। পৃথিবীর সব দেশে আজ বিজ্ঞান চর্চা ও বৈজ্ঞানিক গবেষণা, তাই, জাতীয় শিক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনার পুরোভাগে স্থান পেয়েছে। বাংলাদেশেও বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ওপর আরোপ করা হয়েছে বিশেষ গুরুত্ব। এই বিশেষ লক্ষ্যে দিকে দৃষ্টি রেখে, বলতে পারি, বিজ্ঞানচর্চার প্রকৃত পরিবেশ গড়ে তোলার জন্য একদিকে যেমন শিক্ষায়তনসমূহে বিজ্ঞানশিক্ষাকে যুগোপযোগী করা প্রয়োজন, অন্যদিকে তেমনি সামগ্রিকভাবে বিজ্ঞানচর্চার বিশেষ আবহ সৃষ্টির প্রয়োজনও সমধিক। এ জন্য চাই বাংলা ভাষায় প্রচুর বিজ্ঞানবিষয়ক বই, যে বইয়ের মাধ্যমে বাংলাভাষাভাষী কিশোর ও তরুণরা পরিচিত হবে আধুনিক বিজ্ঞানের সঙ্গে। দুঃখের কথা, এমন বইয়ের সংখ্যা অল্প। তার প্রকাশের পরিমাণও নগণ্য। আমার এ বইটি এ অভাব পূরণের পথে একটি নগণ্য পদক্ষেপ মাত্র। উদ্দেশ্য ছিল, বিজ্ঞানের ইতিহাসকে সংক্ষিপ্তভাবে তুলে ধরা, যাতে আমাদের কিশোর ও তরুণেরা বিজ্ঞানচর্চার একটি ধারাবাহিক পরিচিতি লাভ করতে পারে। সে লক্ষ্য অর্জিত হয়েছে, এমন দাবি করার দুঃসাহস আমার নেই। তবু, এই বই পড়ে যদি আমাদের বিজ্ঞানপিপাসু কিশোর-কিশোরীরা বিজ্ঞান সম্পর্কে সামান্যতম উৎসাহও অনুভব করে, তা হলেই নিজের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
“হা সুখী মানুষ, শুধু জানলে না
অসুখ কত ভালো
কতো চিরহরিৎ বৃক্ষের মতো শ্যামল
কত পরোপকার
কত সুন্দর”
—এমন উচ্চারণ কেবল মাত্র একজন কবিই করতে পারেন, যিনি খুব অল্প বয়সে অসুখের যন্ত্রণায় বুঁদ হয়েছিলেন। কবির বন্ধু ভাষ্যে “একটুখানি আয়ুষ্মতী ঘুম চেয়েছিলেন”—আবুল হাসানের অকাল মৃত্যুর পূর্বে বিনিদ্র রাত্রিগুলো এভাবেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল। তারপর সেই কালঘুম তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিল, নিয়ে গেল লোকচক্ষুর আড়ালে—রয়ে গেল শুধু থোকা থোকা দুঃস্বপ্নের মতো অসামান্য টলটলে সব কবিতা এবং সতীর্থদের বেদনামাখানো স্মৃতি এবং একখানি সুরাইয়া খানম মিথ। এতটুকু অনেকেই জানেন। হয়তো আবুল হাসান নামের জন্মকথাও কারও কারও অজানা নয়। ঔৎসুক্যও কম নয় আরও গভীরে এবং আরও বিস্তারিত জানা। সেই ঔৎসুক্য একদিন উঁকি দিয়েছিল আরেক কবির মনে। তারপর আবুল হাসান নামের এক দুঃখদীর্ণ জীবনের আখ্যান রচিত হয় “ঝিনুক নীরবে সহো” শব্দবন্ধের আঙ্গিনায়।
মোশতাক আহমদ একজন কবি হয়ে খুঁজে ফিরেছেন তাঁর প্রিয় কবির জীবনগাথা। হয়তো এই একই জীবনালেখ্যের ভেতরে সঞ্চারিত হয়েছে লেখকের জীবনেরও অনেক গোপন দীর্ঘশ্বাস।
—জিললুর রহমান