সাধারণত পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে বই প্রাপকের কাছে পৌঁছে যায়।
এছাড়া, আমরা সাধারণত নামকরা সব কুরিয়ারের মাধ্যমে আমাদের সমস্ত বইপত্র প্রেরণ করি। যেসব এলাকায় কুরিয়ার সেবা চালু নেই সেখানে বাংলাদেশের ডাকবিভাগের ‘দ্রুত-ডাক ব্যবস্থা’-র মাধ্যমে পাঠানো হয়, এতে এলাকাভেদে হয়তো পাঁচ থেকে সাত কার্যদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।
সাধারণ ছুটির দিন এবং শুক্রবার কার্যদিবস বহির্ভূত। এই নিয়ম বিপুল পরিমাণের ফরমায়েশের ব্যাপারে প্রযোজ্য নয়।
ক্রয়কৃত বইয়ের সংখ্যা যাই হোক-না-কেন বিলিব্যবস্থার খরচ নির্দিষ্টভাবে ত্রিশ টাকা নির্ধারিত। সুতরাং, নিশ্চিত হয়ে একাধিক বই কিনুন, যাতে প্রতিটি বইয়ের বিলিব্যবস্থার খরচ কম পড়ে।
মনে রাখবেন, পাঁচশো টাকার অধিক বই ক্রয়ের ক্ষেত্রে এবং সরাসরি বই সংগ্রহের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে প্রদান করতে হবে না।
বি : দ্র : সরাসরি বই সংগ্রহের ক্ষেত্রে সাধারণ ছুটির দিন এবং শুধুমাত্র মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে।