শওকত ওসমান ছিলেন এক অসাধারণ সাহিত্যিক-ব্যক্তিত্ব, কর্মজীবনে ছিলেন সাহিত্যের শ্রদ্ধেয় শিক্ষক। তাঁর পরিচয়ের সামগ্রিকতায় উজ্জ্বলতর অধ্যায় তাঁর ঔপন্যাসিক-ছোটগল্পকারের সত্তা। প্রবন্ধকার হিশেবেও তাঁর চিন্তান-ভূমণ্ডলের কথা কমবেশি সুবিদিত। কিন্তু নাট্যকার হিশেবে তাঁর পরিচয় সাধারণ সাহিত্যাগ্রহীর কাছে খুবই ক্ষীণ। কারণ বাংলাদেশের নাট্যাঙ্গনের যখন মুখরিত হয়ে উঠবার কাল, সে-সময়ে, জীবনের শেষভাগে, দীর্ঘকাল তিনি নাটক লেখেননি। অথচ স্বাধীনতাপূর্ব বাংলাদেশের নাট্যচর্চার আদিপর্বে শওকত ওসমান এমন কিছু নাটক লিখেছিলেন যার ভূমিকা অকিঞ্চিৎকর নয়। গবেষক স্মৃতি ভৌমিক শওকত ওসমানের প্রায় অপরিচিত এই ভূমণ্ডলকে তুলে এনেছেন নাটকার শওকত ওসমানের জীবনের সামগ্রিকতাকেও করে তুলেছে ভাস্বর। শওকত ওসমানের সৃষ্টিশীলতার এই অজানা দিকটির সন্ধান এবং বাংলাদেশের সমাজরাজনীতির পটভূমিতে ফেলে শিল্প হিশেবে বিশ্লেষণ করে দেখতে গিয়ে এই বইয়ের লেখক স্মৃতি ভৌমিক যে নিষ্ঠা ও অভিনিবেশের পরিচয় দিয়েছেন তার প্রতি পাঠকের দৃষ্টি না-পড়ে পারে না।