বাংলা কবিতার পাঠকদের কাছে মহাদেব সাহার প্রেমের কবিতার খ্যাতি কিংবদন্তীতুল্য; তাঁর প্রেমের কবিতা আবেগময়, হৃদয়স্পর্শী ও স্বতোৎসারিত, যেখানে বাংলা কবিতার প্রেমের শাশ্বত রূপটিই বিধৃত হয়ে আছে। এ আশ্চর্য সাবলীলতায় তিনি মানব-মানবীর জীবনরহস্যের সবচেয়ে গাঢ় ও সংবেদশীল রূপটিকেই উদ্ঘাটন করেছেন, প্রেম ও সৌন্দর্য যেন জীবন্ত হয়ে উঠেছে তাঁর প্রেমের তাঁর কবিতায়। তাঁর প্রেমের কবিতা তাই অনিবার্যভাবেই সৌন্দর্যেরও কবিতা।
প্রাত্যহিক জীবনের ছোঁয়ায় যে প্রেম মলিন হয়ে যায়, পুরনো হয়ে যায় যে ভালোবাসা, তাকে চিরনতুন, রূপময়, সৌন্দর্যমণ্ডিত করে তুলে প্রকৃতপক্ষে আমাদের এই দুঃখময় জীবনকেই সহনীয় করে তোলেন তিনি, মানুষ এক মুহূর্তের জন্য হলেও ফিরে আসে স্বপ্নজগতে। এখানেই তাঁর স্বাতন্ত্র্য। অবিরাম ধারায় লিখে যাওয়া এইসব কবিতা যেন জলপ্রপাতের অনিঃশেষ ধারা তাঁর কবিতা পড়তে পড়তে আমরা সেই চিরকালীন সৌন্দর্যলোকেই ফিরে যাই, এই সাধারণ জীবনেও যেখানে অসাধারণ হয়ে ওঠে। আমাদের সকল জীবনেই এমন কোনও কোনও মুহূর্ত আসে যখন মনে হয় পৃথিবী মধুময়, জীবন সুন্দর; সেই অব্যক্ত অনির্বচনীয় সুখানুভূতির এক অপরূপ স্পর্শ পাওয়া যায় তাঁর কবিতায়। তাঁর প্রেমের কবিতা যেমন সংহত, বেদনার্ত ও বিষণ্ণ তেমনি নম্র, বিনীত ও অন্তরালস্পর্শী; তাঁর প্রেমের কবিতর প্রধান আকর্ষণই হলো অন্তর্লীন বেদনাবোধ। ‘১০০ প্রেম ও বিরহের কবিতা’ এই অভিমানী প্রেমিক কবির এক অনুপম কাব্যসঙ্কলন।
Book Author | মহাদেব সাহা |
---|---|
Publisher | মাটিগন্ধা |
Cover Designer | ধ্রুব এষ |
Language | বাংলা |
First Edition | আগস্ট ২০১২ |
Book Size | ৫.৭৫" x ৮.৭৫" |
No. of pages | ১২৭ |
Price: Hardbound | ১৭০.০০ |
ISBN | 984 70343 0443 5 |
Available | Yes |
Dimension (L x W x H) | 0 x 0 x 0 |
Weight | 0 |