একাত্তরের মুক্তিযুদ্ধ একদিকে যেমন বাংলাদেশের ইতিহাসে, তেমনি বিশ্ব গণমাধ্যমেরও সাড়া জাগানো ঘটনা। যুদ্ধ সংগঠিত করতে, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে। জনগণের মনে প্রত্যাশা তৈরিতে ও জনমত গঠনে স্বাধীনতার স্বপক্ষে বাংলাদেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে অসংখ্য নিয়মিত ও অনিয়মিত পত্রপত্রিকা। পৃথিবীর বিভিন্ন ভাষায় বাংলাদেশকে নিয়ে লেখা হয়েছে সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়, প্রবন্ধ, সংবাদ, কবিতা, গান, কার্টুন ইত্যাদি। প্রকাশিত পত্র পত্রিকাগুলি আজ আমাদের জাতীয় ইতিহাসের এক একটি গুরুত্বপূর্ণ দলিল। মুক্তাঞ্চল, মুজিবনগর ও অবরুদ্ধ বাংলাদেশ থেকেও অর্ধশত পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে বলে জানা যায়। এখনো পর্যন্ত ৬৪টি বাংলা পত্রপত্রিকার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৪৫টি পত্রিকায় যেসব খবরাখবর প্রকাশিত হয়েছিল তার সংবাদ সংকলন গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গ্রন্থমালা ধারাবাহিক সিরিজের ৩, ৪, ৫, ৯ ও ১০ম খণ্ডের ক্ষুদ্র সংস্করণ বলা চলে এই বইটিকে। যুদ্ধকালীন পত্রিকারসমূহের ভূমিকা, বিষয়বস্তু ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ খুবই সীমিত। সেক্ষেত্রে গ্রন্থে উল্লেখিত পত্রিকায় প্রকাশিত সংবাদগুলি এ বিষয়ে ও ধারণাকে স্পষ্ট করার পাশাপাশি একটি বিশেষ সময়ের বিশেষ স্থানের বিশেষ ঘটনাকে জানতে, বুঝতে কিছু সাহায্য করবে বলে আশা করা যায়।